Skip to main content

Posts

Showing posts from October, 2024

মহিম-রহিম class5 cbse

  মহিম - রহিম সুনির্মল বসু - মহিম - রহিম দুটি ছোটো ছেলে - একমন একপ্রাণ মহিম সে গোঁড়া হিন্দুর ছেলে , রহিম মুসলমান। - তাহলে কি হয় ,- বন্ধু যে তারা , তফাৎ কে করে ভাই ,- ■ দুটি ছোটো প্রাণ , তাজা দুটি ফুল , কোনো মলিনতা নাই। বালক রহিম মক্তবে পড়ে , মহিম পাঠশালায় ,- একই পথে রোজ মহা - উৎসাহে হাত ধরে তারা যায়। মক্কা ও কাশী এক করে দিল দুটি ছোটো শিশু ভাই - জম জম জল গঙ্গায় এল - কোনো সন্দেহ নাই। মন্দিরে আর মসজিদে হল প্রাণে প্রাণে পরিচয় - চেরাগের বাতি পঞ্চপ্রদীপে গলাগলি করে রয়। রহিমে - মহিমে কোলাকুলি হল - খোলাখুলি হল প্রাণ , এক হয়ে গেল উল্লাসে আজি আল্লা ও ভগবান। হিন্দুর ঘরে শিশুর মহলে কে আছ মহিম ভাই - মোল্লা ঘরের রহিম যে ডাকে , আয় আয় ছুটে তাই। আজ সে রহিম জুড়ে থাক্ ভাই প্রতি মুসলিম ঘর , মহিমের স্মৃতি ভরে থাক নিতি হিন্দুর অন্তর। পাঠ - সহায় কবি - পরিচিতি : সুনির্মল বসু ১৯০২ খ্রিস্টাব্দের ২০ জুলাই বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বি...