Skip to main content

Posts

Showing posts with the label BENGALI

মঙ্গল কাব্যে নারী চরিত্র

  মঙ্গল কাব্যে নারী চরিত্র   ধর্মমঙ্গল : কাব্যখানি অর্বাচীন কালের ফসল। ‘ ধর্ম ” ঠাকুরের মাহাত্ম্য বর্ণনার উদ্দেশ্যে ‘ ধর্মমঙ্গল ” কাব্য রচিত। মধ্যযুগের কাব্যাকাশে ব্যতিক্রমী সৃষ্টি। ‘ ধর্মমঙ্গল ' কাব্যের প্রধান উপজীব্য বিষয় যুদ্ধ৷ এ কাব্যে সুখ - দুঃখ , বিরহ - মিলন , প্রীতি - মমতা - ভালোবাসা থাকলেও তা কিন্তু পরবর্তীতে যুক্ত হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামে। যুদ্ধ - ই এ কাব্যের প্রাণকেন্দ্র। একাব্যের প্রতিটি নারী চরিত্র তাদের নিজস্ব ভাবনায় ভাস্বর। এরা প্রত্যেকে তাদের নিজ অধিকার আদায় করতে কখনো পুরুষকে , কখনো পুরুষশাসিত সমাজকে আবার কখনো প্রতিদ্বন্দ্বীকে পরাজয় করতে উঠে - পড়ে লেগেছে। এরা প্রত্যেকে বীরাঙ্গনা। ধর্মমঙ্গল কাব্য মধ্যে যে সমস্ত নারী চরিত্রের সন্ধান মেলে , তারা হল - ১ ) রঞ্জাবতী , ২ ) দূর্গা , ৩ ) নয়নী , ৪ )   সুরিক্ষা , ৫ ) কলিঙ্গা , ৬ ) কানড়া , ৭ ) লক্ষী ডোমমইনি এছাড়াও লাউসেনের আরও দুই স্ত্রী বিমলা এবং অমলা , জয়া , বিদ্যা , রসবতী , নীলা প্রমুখ পরিচয় মেলে।     ...

রবীন্দ্র গল্পে প্রতিবাদী নারী

  রবীন্দ্র গল্পে প্রতিবাদী নারী বাংলা সাহিত্য শুধু নয় বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়োত্তীর্ণ লেখক যাঁর সাহিত্যকর্মের সূচনালগ্ন থেকে সমাপ্তিকাল পর্যন্ত লেখায় নারীর বিচিত্র জীবন পরিচয় ও তাঁদের বিবর্তিত রূপ অঙ্কিত হয়ে এসেছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান , নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ , তাঁর অপমান , অনাদর , অবমাননা , সুখ - দু : খ , বঞ্চনা এবং সেইসঙ্গে তাঁর প্রতিক্রিয়া , প্রতিবাদ , আত্মপ্রতিষ্ঠার লড়াই , আত্মমর্যাদা ও আত্মসম্মান আহরণের বিচিত্র মিথস্ক্রিয়া প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের অসংখ্য ছোটগল্পে , উপন্যাসে। রবীন্দ্রনাথের হাত ধরে বাংলা সাহিত্য পেয়েছে অবিস্মরণীয় সব নারী চরিত্র। তাঁর সৃষ্ট নারী শুধু মমতাময়ী , কোমলমতি , স্নেহশীল কিংবা প্রেমিকা নয় বরং অনেক সময়েই সেইসব নারী চরিত্র নীতির প্রশ্নে আপোষহীন। রবীন্দ্রনাথ তাঁর সমসাময়িক অনেক লেখকদের চাইতে ভিন্নভাবে নারী চরিত্রদের এঁকেছেন। যেখানে কবি সাহিত্যিকরা নারীকে তাঁদের কাব্য প্রেরণার অংশ হিসেবে দেখেছেন , নারীকে পুরুষের ...