Activity 1
Choose the correct answer from the given alternatives:
নিম্নোক্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:
(a) Father Wolf woke up at – (i) six o’ clock (ii) seven o’ clock (iii) eight o’ clock.
(ক) ফাদার উলফ জেগে উঠেছিল – (i) ছ’টা (ii) সাতটা (iii) আটটা।
Answer: Father Wolf woke up at – seven o’ clock.
উত্তর: ফাদার উলফ জেগে উঠেছিল – সাতটা।
(b) Tabaqui was the name of a – (i) jackal (ii) wolf (iii) tiger.
(খ) তাবাকুই ছিল – (i) শিয়াল (ii) উলফ (iii) বাঘ-এর নাম।
Answer: Tabaqui was the name of a – jackal.
উত্তর: তাবাকুই ছিল – শিয়ালের নাম।
(c) On that night the tiger had hunted a – (i) man (ii) bullock (iii) buck.
(গ) ওই রাতে বাঘটি শিকার করেছিল – (i) মানুষ (ii) বলদ (iii) হরিণ।
Answer: On that night the tiger had hunted a – man.
উত্তর: ওই রাতে বাঘটি শিকার করেছিল – মানুষ।
Activity 2
Identify which of the following statements are True and which are false. Give supporting statements for each of your answers.
নিম্নোক্ত কোন কোন উক্তি সত্য এবং কোনগুলো মিথ্যা চিহ্নিত করো। প্রতিটি উত্তরের জন্য যুক্তি দাও।
(a) Father Wolf woke up early in the morning. [False]
(ক) ফাদার উলফ সকালে খুব তাড়াতাড়ি ওঠে। [মিথ্যা]
Supporting Statement: It was seven o’clock on a very warm evening in the Seeonee hills. Father Wolf woke up from his day’s rest.
যুক্তি: সেই দিন সন্ধ্যা সাতটা ছিল, পাহাড়ে গরমের সন্ধ্যা। ফাদার উলফ দিনের বিশ্রাম শেষে উঠেছিল।
(b) Indian wolves do not like jackals for their mischievous nature. [True]
(খ) ভারতীয় নেকড়েরা দুষ্টুমির জন্য শিয়ালকে পছন্দ করে না। [সত্য]
Supporting Statement: The wolves of India despise Tabaqui.
যুক্তি: ভারতের নেকড়েরা তাবাকুইকে অপছন্দ করে।
(c) Tabaqui did not find any food at the wolves’ den. [True]
(গ) তাবাকুই নেকড়েদের গুহায় কোনো খাবার পায়নি। [সত্য]
Supporting Statement: where he found the bone of a buck with some meat on it.
যুক্তি: সেখানে সে হরিণের হাড়ে একটু মাংস পেয়েছিল।
(d) The wolf family was all pleased to hear the compliments. [False]
(ঘ) নেকড়ে পরিবার সবাই প্রশংসা শুনে খুশি হয়েছিল। [মিথ্যা]
Supporting Statement: It pleased him to see Mother and Father Wolf look uncomfortable.
যুক্তি: মা আর ফাদার উলফকে অস্বস্তিকর লাগতে দেখে তাবাকুই খুশি হয়েছিল।
(e) Sher Khan in the forest areas twenty miles away from the wolves. [True]
(ঙ) শের খান জঙ্গলে ছিল নেকড়েদের কাছ থেকে বিশ মাইল দূরে। [সত্য]
Supporting Statement: Sher Khan was the tiger who lived near the Waingunga River, twenty miles away.
যুক্তি: শের খান ছিল সেই বাঘ, যে ওয়াইনগুঙ্গা নদীর কাছে থাকত, বিশ মাইল দূরে।
Activity 3
Answer the following questions by referring to the text:
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর মূল পাঠ দেখে লেখো:
(a) How did Father Wolf come out sleepiness?
(ক) ফাদার উলফ কীভাবে অলসতা কাটাল?
Answer: To come out of sleepiness Father Wolf scratched himself, yawned and spread out his paws one after the other.
উত্তর: অলসতা কাটাতে ফাদার উলফ নিজের গা চুলকাল, হাই তুলল এবং একের পর এক থাবা মেলল।
(b) Why are the animals scared of the jackal?
(খ) পশুরা শিয়ালকে কেন ভয় পায়?
Answer: The animals are scared of the jackal Tabaqui because the jackal is more apt to go mad than any other animal in the jungle. A mad jackal runs through the forest biting everything in his way. And the bitten animal also gets mad.
উত্তর: পশুরা তাবাকুই শিয়ালকে ভয় পায় কারণ সে জঙ্গলে অন্য সব পশুর তুলনায় বেশি পাগল হয়। একবার সে পাগল হলে সামনে যা পায় তাই কামড়ে দেয়, কামড় খাওয়া পশুটিও পাগল হয়ে যায়।
(c) What was the ‘law of the jungle’?
(গ) ‘জঙ্গলের নিয়ম’ কী ছিল?
Answer: The law of the jungle was that Sher Khan had no right to change his quarters without due warning.
উত্তর: জঙ্গলের নিয়ম ছিল শের খানের আগে থেকে সতর্ক না করে নিজের জায়গা পরিবর্তন করার কোনো অধিকার নেই।
(d) Why was Father Wolf angry on hearing the loud roar of the tiger?
(ঘ) ফাদার উলফ বাঘের গর্জন শুনে কেন রেগে যান?
Answer: Father Wolf was angry to hear the loud roar of the tiger because such a noisy roar was not helpful for hunting a buck.
উত্তর: ফাদার উলফ রেগে গিয়েছিল কারণ বাঘের এত জোরে গর্জন করলে হরিণ শিকার অসম্ভব হয়ে পড়ে।
Comments
Post a Comment