মঙ্গল কাব্যে নারী চরিত্র ধর্মমঙ্গল : কাব্যখানি অর্বাচীন কালের ফসল। ‘ ধর্ম ” ঠাকুরের মাহাত্ম্য বর্ণনার উদ্দেশ্যে ‘ ধর্মমঙ্গল ” কাব্য রচিত। মধ্যযুগের কাব্যাকাশে ব্যতিক্রমী সৃষ্টি। ‘ ধর্মমঙ্গল ' কাব্যের প্রধান উপজীব্য বিষয় যুদ্ধ৷ এ কাব্যে সুখ - দুঃখ , বিরহ - মিলন , প্রীতি - মমতা - ভালোবাসা থাকলেও তা কিন্তু পরবর্তীতে যুক্ত হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামে। যুদ্ধ - ই এ কাব্যের প্রাণকেন্দ্র। একাব্যের প্রতিটি নারী চরিত্র তাদের নিজস্ব ভাবনায় ভাস্বর। এরা প্রত্যেকে তাদের নিজ অধিকার আদায় করতে কখনো পুরুষকে , কখনো পুরুষশাসিত সমাজকে আবার কখনো প্রতিদ্বন্দ্বীকে পরাজয় করতে উঠে - পড়ে লেগেছে। এরা প্রত্যেকে বীরাঙ্গনা। ধর্মমঙ্গল কাব্য মধ্যে যে সমস্ত নারী চরিত্রের সন্ধান মেলে , তারা হল - ১ ) রঞ্জাবতী , ২ ) দূর্গা , ৩ ) নয়নী , ৪ ) সুরিক্ষা , ৫ ) কলিঙ্গা , ৬ ) কানড়া , ৭ ) লক্ষী ডোমমইনি এছাড়াও লাউসেনের আরও দুই স্ত্রী বিমলা এবং অমলা , জয়া , বিদ্যা , রসবতী , নীলা প্রমুখ পরিচয় মেলে। ...